Humayan Rashid

কিভাবে একজন SEO Expert হবেন [ফুল গাইডলাইন]

দেখেন ভাই, আপনি এই লিখাটি পড়ছেন তার মানে আপনি এসইও সম্পর্কে একটু হলেও জানেন বা কোথাও থেকে শুনেছেন। এখন নিজেকে একজন SEO Expert হিসাবে তৈরী করতে চাচ্ছেন। খুব ভালো। লিখাটি শেষ পযন্ত পড়বেন। আশা করি আপনার SEO Expert ওয়ে উঠার জার্ণিটা সহজ হবে।
নোট – প্রথমেই এমন ভাবে শুরু করার জন্য দুঃখ প্রকাশ করছি।

SEO কি?
SEO এর মানে হল Search Engine Optimization. এক কথায় একটি ওয়েবসাইটকে সার্চ ইঞ্জন এর জন্য উপযোগী করে তৈরী করাই হল SEO. বিভিন্ন রকম সার্চ ইঞ্জিন আমাদের অনলাইনে বিদ্যমান।তাদের মধ্যে Google, Yahoo, Bing ইত্যাদি খুব জনপ্রিয়।

SEO কেন করা হয়?
একটি ওয়েবসাইট এর SEO মূলত করা হয় ফ্রিতে ট্রাফিক পাবার জন্য। ফ্রি ট্রাফিক কি? ফ্রি ট্রাফিক মানে হল,  যে ধরণের ট্রাফিকদের ওয়েব সাইটে ভিজিট করানোর জন্য কোনো টাকা দিতে হয় না। একটা উদাহরণ দেই, এই ধরেন আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবো। তো আমাকে তো রাজশাহী বিশ্ববিদ্যালয় এর ভর্তির জন্য যে ওয়েবসাইট সেখানে ভিজিট করতে হবে। এখন আমি ওয়েব সাইট এর লিংক জানিনা। আমি কি করবো?
আমি অবশ্যই গুগলে যাবো এবং যাবার পর সার্চ দিবো “Rajshahi University Admission”. সার্চ দিবার সাথে সাথে আমার সার্চ লিস্টে অনেক গুলো ওয়েবসাইট এর রেজাল্ট আসবে।আমি সেখান থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবার যে ওয়েব সাইট,  সেটাই ভিজিট করবো।তাই নয়কি? ঠিক তাই।

এখন বলেন এই যে একটা কিওয়ার্ড “Rajshahi University Admission” লিখে আমি সার্চ দিলাম এবং সার্চ দিবার পর তাদের লিংক সার্চ ইঞ্জিন (গুগল) আমাকে দেখালো এবং আমি ভিজিট করলাম। এই পুরো প্রক্রিয়াতে কি কোনো জায়গাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় গুগলকে টাকা দিয়েছে? না দেয়নি। তারা তাদের ওয়েবসাইটটাকে SEO Optimized করেছে এবং আমরা সে ওয়েব সাইটটাকে সার্চ দিবার সাথে সাথে দেখতে পেলাম এবং ভিজিট করলাম।ফ্রিতে রাবি ওয়েবসাইট ট্রাফিক পেলো।আর মূলত এই কারণেই এসইও করা হয়।
যদি বুঝতে না পারেন কমেন্ট করে জানাবেন।

SEO কিভাবে শিখা শুরু করবেন?
১। অনপেজ SEO – অনপেজ SEO শিখার শুরুতে আপনাকে জানতে হবে অনপেজ SEO কি? অনপেজ SEO বলতে বুঝায় একটি ওয়েবসাইট বা ব্লগ এর ভিতরের কাজ। যেমন টাইটেল,  ডেসক্রিপশন, মেটা ট্যাগ, ইমেজ অপটিমাইজেশন সহ আরো অনেক কিছু।আমরা সব গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো।কিন্তু আজকে না।

যাই হোক অনপেজ SEO শিখা যখন আপনি শুরু করবেন তখন আপনাকে প্রথমেই একটি লিস্ট করে নিতে হবে।আসলে অনপেজ SEO এর ভিতরে কি কি কাজ আছে।আপনি যদি কাজ গুলোই না জানেন তাহলে কোনো লাভ নেই।প্রথমে লিস্ট করুন কাজ গুলো তারপর আস্তে আস্তে সেগুলো নিয়ে একটু রিসার্চ করুন। প্যাকটিক্যাল ভাবে প্যাকটিস করার জন্য বিনা খরছে আপনার কম্পিউটারকেই লোকাল হোস্ট বানিয়ে ওয়ার্ডপ্রেস ইস্টল দিন।তারপর প্যাকট্রিস করুন। এখন জেনে নিই অনপেজ SEO এর ভিতর আসলে কি কি আপনাকে জানতে হবে – ( যদি দুই একটা বিষয় ছাড়া পড়ে মন খারাপ করবেন না। প্যাকট্রিস করতে লাগলে ওই গুলো এমনি মনে পড়বে)

1. Key Word Research
2. Keyword Placement
3. Title
4. Heading
5. Meta Tag
6. Image Optimization
7. Internal Link
8. External Link

প্রত্যেকটা বিষয় সম্পর্কে একদম বিষদ ভাবে আপনাকে জানতে হবে।যদিও বা আমাদের NatsTech ইউটিউব চ্যালেনে এসকল বিষয়ে ফ্রিতে অনেক ভিডিও আছে।দেখে নিতে পারেন।

2। অফপেজ SEO
অনপেজ SEO শেষ হবার পর আপনাকে অফপেজ এসইও সম্পর্কে জানা শুরু করতে হবে।এটি একটি চলমান কাজ।আর অফপেজ SEO এর কাজ কখনও শেষ হয়না।এটি চলমান। আমরা আগে জেনে নেই অফপেজ SEO কি?
অনপেজ SEO যেমন একটি ওয়েব সাইট বা ব্লগ এর ভিতরের কাজ, ঠিক অফপেজ SEO তার বিপরীত। একটি ওয়েবসাইট বা ব্লগ এর বাহিরে যাবতীয় কাজকে বলা হয় অফপেজ SEO।সোজা ভাষা।অফপেজ SEO সম্পর্কে যখন আপনি শিখা শুরু করবেন তখন যে যে জিনিস গুলো আপনাকে জানতে হবে সেগুলো নিচে দেওয়া হল।( যদি দুই একটা বিষয় ছাড়া পড়ে মন খারাপ করবেন না। প্যাকট্রিস করতে লাগলে ওই গুলো এমনি মনে পড়বে)

1. ব্যাকলিংক
২। লিংক বিলডিং
৩। প্রোফাইল ক্রিয়েশন
৪। ওয়েব ২.০ সাবমিশন
৫। গেস্ট পোস্টিং ইত্যাদি

আরো অনেক গুলো বিষয় আছে যেগুলো আপনি এসইও ক্যাটাগরি এর অফপেজ SEO ক্যাটাগরি ফলো করলেই জানতে পারবেন।

৩। টেকনিকেল SEO
অনপেজ SEO এবং অফপেজ SEO গেল, এবার আসবে টেকনিকেল SEO.টেকনিকেল SEO বলতে বুঝায় একটি ওয়েব সাইট এর টেকনিকেল যে ব্যাপার গুলো থাকে সেগুলো ঠিক ঠাক আছে কিনা।চলুন জেনে নিই কি কি বিষয় গুলো জানতে হয়।

১। ওয়েব সাইট বা ব্লগ এর ম্পিড
২। এসএসএল সার্টিফিকেট
৩। সাইট স্টাকচার
৪। সাইটম্যাপ ইত্যাদি

আসলে সত্যি বলতে SEO এর কাজের শেষ নেই।আপনাকে দিনের পর দিন প্যাকটিস করতে হবে। রিগুলারিটি মেইনটেন করে শিখতে শুরু করলে ১০০% আপনি SEO Expert হয়ে যাবেন। আজকে এপযন্তই।সবাই ভালো থাকবেন।

Related Post

Humyan Rashid

Digital Content Creator & Independent Freelancer

best web hosting for your website