কি অবস্থা সবার। আসা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। যায় হোক, বর্তমান সময়ে দুবাইয়ে Higher Study নিয়ে ব্যাপক কথা শোনা যাচ্ছে। তারই জন্য যারা দুবাই যেতে স্টুডেন্ট ভিসা নিয়ে যেতে চাচ্ছেন তাঁদের অনেক প্রশ্ন থাকে মনের। আমি আশা করি আজকের এই লিখায় অনেক প্রশ্ন এর উত্তর দিয়ে দিবো। তারপরও যদি কিছু বাদ পরে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে অন্যরাও সেটি দেখে বিষয়টা জানতে পারবে। তাহলে চলুন শুরু করা যাক আজকের দুবাই স্টুডেন্ট ভিসা নিয়ে কমন কিছু প্রশ্ন এবং উত্তর।
১। দুবাইয়ের স্টুডেন্ট ভিসা রেশীয় কেমন?
উত্তর – দুবাইয়ের স্টুডেন্ট ভিসা রেশীয় ১০০%. এই ২০২৪ সালের এই পর্যন্ত কোনো রিজেকশন নাই।
২। দুবাই স্টুডেন্টদের জন্য পার্ট টাইম জব Opportunity কেমন?
উত্তর – ভালো, খারাপ বলা যাবে না । কিন্তু বিষয় হলো আপনি তো গিয়েই জব পাবেন না। কারণ আপনি স্টুডেন্ট। এই জন্য আপনাকে অপেক্ষা করতে হবে এবং স্কিল ডেভেলপ করতে হবে। এই ক্ষেত্রে আপনি যেহুতু স্টুডেন্ট সেহুতু আপনার সাথে যায় এমন কোনো স্কিল ডেভেলপ করুন।
৩। দুবাই থেকে কি ক্রেডিট ট্রান্সফার করে অন্য কোনো ভালো দেশে যাওয়া যায়?
উত্তর – জি, আপনি যেতে পারবেন। সেই জন্য আপনাকে অনেক কিছু করতে হবে। আপনি আমার দুবাই টু USA এই ভিডিওটি দেখতে পারেন।
৪। দুবাইতে থাকতে এবং খেতে মাসিক খরচ কেমন?
উত্তর : দুবাইতে থাকতে এবং খেতে মাসিক পড়বে ৭০০ – ৯০০ দিরাম। কম বেশি হতে পারে অবস্থান ভেদে। কিন্তু আপনি যেহুতু স্টুডেন্ট সেহুতু আপনাকে অবশ্যই তেমন পরিবেশেই থাকতে হবে।
৫। দুবাইতে পড়তে কেমন খরচ হতে পারে?
উত্তর : দুবাইতে পড়তে আপনার টিউশন ফি দিতে হবে ৪০০০ ডলার এবং আপনার ভিসা, ইমারত আইডি অন্য খরচ সহ আরো ১৫০০ ডলার। মানে টোটাল ৫৫০০ ডলার।
৬। ক্রেডিট ট্রান্সফার করে অন্য দেশে যাবো, কোন টায় ভর্তি হলে ভালো হবে?
উত্তর : আপনি IAU বা BEC এর যে কোনো পার্টনার প্রতিষ্ঠানে ভর্তি হতে পারেন। যেমন – Vibe Education, G-Tec University, ASTI Academy, SuccessPoint
৭। বাংলাদেশ টু দুবাই বিমান ভাড়া কত?
উত্তর : বাংলাদেশ তো দুবাই বিমান ভাড়া ৩৫ হাজার টাকা থেকে শুরু। আপনার যত যাবার দিন এগিয়ে আসবে ততো ভাড়া বাড়বে। এই জন্য আপনি যে ডেটে যাবেন তার ১৫ থেকে ২০ দিন আগে টিকিট কাটবেন।
৮। দুবাই যাবার সময় টাকা কি ভাবে নিয়ে যাবো?
উত্তর : দুবাই যাবার সময় কোনো ডলার নিয়ে যাবার দরকার নাই। লস হবে। দেশ থেকে আপনি টাকা দিরাম করে নিয়ে যাবেন। এতে করে অনেক টাকা বাঁচবে আপনার।
৯। বাংলাদেশ এবং দুবাই immigration কেমন হতে পারে?
উত্তর : দেখেন দেশ ভেদে আপনার Immigration এর প্রসেস একেক রকম। বাংলাদেশ এর Immigration সব সময়ই একটু সমস্যাজনক। কিন্তূ দেশ তো আমাদের তেমন কিছু মনে হয় না। কিন্তূ দেশ এর বাহিরে Immigration কিন্তূ তেমন কষ্ট জনক না। যাই হোক আপনি আমার Dubai Immigration এবং Bangladesh Immigration এর যে দুইটা ভিডিও আছে সেইটা দেখে নিতে পারেন।
১০। দুবাই কি আমার জন্য ঠিক সিদ্ধান্ত কিনা?
উত্তর : দেখেন আপনি কোন উদ্দেশ্য দুবাই আসছেন এইটা একমাত্র আপনি নিজে জানেন। কিন্তূ তারপরও অনেক বিষয় আছে। আপনি আমার দুবাই কাদের জন্য এই ভিডিওটি দেখতে পারেন। অনেক বিষয় ক্লিয়ার হয়ে যাবে।
১১। দুবাইতে পড়াশুনা করতে আমাকে কি কি করা লাগবে?
উত্তর : দুবাইতে পড়াশোনা করার জন্য আপনাকে তেমন কোনো কষ্টই করতে হবে না। আপনাকে প্রথমে সিলেক্ট করতে হবে আপনি কোন কোর্স এ আসবেন। তারপর সেইটার জন্য যা যা করতে হবে সেই গুলা করবেন। দুবাই আসার জন্য আপনাকে কোনো ব্যাংক স্টেটমেন্ট, IELTS বা অন্য কোনো ডকুমেন্টস এর দরকার হবে না। আপনি চাইলে আমার এই দুবাই পড়তে কি কি লাগে নামের ভিডিওটি দেখতে পারেন।
দিনে দিনে যত প্রশ্ন আসবে এই পোস্টে আপডেট করা হবে। আশা করি আপনি আপনার উত্তর এই ব্লগ থেকেই পেয়ে যাবেন। সবাই ভালো থাকেন এবং বিদেশে আসার আগে সব সময় খোঁজ খবর নিয়ে আসবেন। ধন্যবাদ।