আস্সালামুআলাইকুম,
কি অবস্থা সবার? আসা করি সবাই ভালো আছেন। আমি হুমায়ন রাশিদ।আপনারা আমাকে অনেকে চিনেন হয়তো। না চিনলে দরকার নাই। শুধু মাত্র আর্টিকেল পড়েন। কিছু শিখে যান। তাহলেই হবে। যাই হোক, আমরা যারা দেশের বাহিরে পড়াশোনা করতে আসি, তাঁদের সবার টার্গেট থাকে পড়াশোনা এর পাশাপাশি একটা জব করা। কিন্তু জব কি এত সোজা, বলেন?

জব পাইতে একটু সময় লাগেই। কিন্তু আপনি দেশ থেকেই যদি কোনো ডিজিটাল স্কিল শিখে বিদেশ আসেন তাহলে আপনি কিন্তু খুব সহজে ভালো একটা টাকা ইনকাম করতে পারবেন প্রথম অবস্থায়। আমি আজকের ব্লগে আলোচনা করবো আসলে বিদেশ পড়াশুনা করতে আসার আগে কোন স্কিল গুলো শিখে আসা উচিত। তাহলে চলুন শুরু করা যাক।

ডিজিটাল স্কিল কি?
দেখেন স্কিল দুই প্রকার। নম্বর ওয়ান ফিজিক্যাল স্কিল এবং নম্বর টু ডিজিটাল স্কিল। ফিজিক্যাল স্কিল বলতে আমরা কি বুঝি? ফিজিক্যাল স্কিল বলতে আমরা বুঝি ওই সকল স্কিল যেই গুলা আসলে করতে আমাদের কায়িক পরিশ্রম করতে হয়। আর ডিজিটাল স্কিল হলো এমন সকল স্কিল যেই গুলা আমরা আমাদের ল্যাপটপ কম্পিউটার ব্যবহার করে করতে হয়। আসা করি বুঝতে পেরেছেন।

কোন কোন স্কিল গুলো শিখতে পারেন?

  • ডিজিটাল মার্কেটিং – ডিজিটাল মার্কেটিং বলতে আমরা কি বুঝি, যে কোনো জিনিস ডিজিটালি প্রমোট করা। এই সেক্টর টার ডিমান্ড দিনে দিনে অনেক বাড়ছে। আপনি চাইলে খুব সহজে এই ডিজিটাল মার্কেটিং এর স্কিলটা শিখতে পারেন। ডিজিটাল মার্কেটিং এর অনেক মাইক্রো সেক্টর আছে যেমন Meta Marketing, Google Ads, YouTube Marketing ইত্যাদি। যে কোনো একটা ফোকাস করে আসতে আসতে শিখতে পারেন।
  • ওয়েব ডেভেলপমেন্ট – ওয়েব ডেভেলপমেন্ট মানে হলো ওয়েবসাইট তৈরী করা। আপনি চাইলে খুব সহজে WordPress শিখতে পারেন। একটু সময় লাগবে কিন্তু যদি একবার জিনিসটা শিখতে পারেন ডিমান্ড অনেক। আপনি আবার যে কোনো একটা ল্যাংগুয়েজ শিখতে পারেন। যেমন – HTML, CSS, Java, PHP, Laravel ইত্যাদি।
  • গ্রাফিক্স ডিজাইন – যদিও বা Canva আসার পর গ্রাফিক্স ডিজাইন মার্কেট খারাপ। কিন্তু তারপরও আপনি এই স্কিল টা শিখতে পারেন। অনলাইন এর পাশাপাশি আপনি অফলাইনেও ভালো কাজ পাবেন।
  • ব্লগিং – ব্লগিং হলো সব চাইতে স্মার্ট একটা কাজ বলে আমি মনে করি। আপনি যদি ব্লগিং শিখেন তা হলে আপনি এক ডিলে অনেক গুলো পাখি মারতে পারবেন। কারণ আপনি যদি ব্লগিং করেন তাহলে আপনি কনটেন্ট রাইটিং টা শিখে যাবেন, ওয়েবসাইট তৈরী করাটা ও শিখে যাবেন এবং আপনি আপনার ব্লগে ট্রাফিক আনার জন্য ডিজিটাল মার্কেটিং এবং SEO টাও শিখে যাবেন। আর একটা বিষয় বলি আপনি যদি আপনার ব্লগটাকে ভালো অবস্থায় নিয়ে যেতে পারেন তাহলে আপনি ব্লগিং এর পাশাপাশি Freelancing ও করতে পারবেন।
  • ভিডিও এডিটিং – ভিডিও এডিটিং একটা ক্রিয়েটিভ কাজ। আপনি এই স্কিলটা যদি একবার শিখেন তাহলে আপনি অনেক উপায়ে ইনকাম করতে পারবেন। কিন্তু এই স্কিলটা শিক্ষার জন্য আপনাকে একটু ক্রিয়েটিভ হতে হবে।
  • SEO – SEO বা Search Engine Optimization মানে হলো আপনি কোনো ওয়েবসাইটকে Search Engine যেমন Google, Yahoo, Bing ইত্যাদি এর জন্য অপটিমাইজ করবেন। যাতে করে ওই ওয়েবসাইট এ ট্রাফিক আসে। এটি অনেক ডিমান্ড এর একটি কাজ। শিখতে একটু সময় লাগবে কিন্তু ডিমান্ড অনেক।

কি ভাবে শিখবেন
কি ভাবে উপরে দেওয়া স্কিল গুলো শিখবেন। আসলে শিখতে চাইলে ২ টা রাস্তা আছে। ১ নম্বর রাস্তা হলো টাকা দিয়ে কোনো কোর্স করা এবং ২ নম্বর রাস্তা হলো YouTube থেকে শিক্ষা। আমি বলবো না আপনি টাকা দিয়ে কোর্স করেন। আপনি চাইলে YouTube এ অনেক ভিডিও টিউটোরিয়াল পাবেন যে গুলো দেখে খুব সহজে আপনি এইস্কিল গুলো শিখতে পারবেন। আসা করি বুঝতে পেরেছেন।

কি ভাবে ইনকাম করতে পারেন?
এখন মূল কথাই আসি, আপনি এই সকল স্কিল শিক্ষার পর কি ভাবে ইনকাম করবেন।আসলে অনলাইন ইনকাম করার অনেক উপায় আছে। আপনি যখন একটা কাজ প্রপার ভাবে শিখবেন তখন অনেক রাস্তা আপনার চোখের সামনে আসবে। আপনাকে শুধু মাত্র সেই রাস্তা ঠিক করে কাজ করে যেতে হবে এবং অপেক্ষা করতে হবে। তারপরও আমি আপনাদের কয়েকটা রাস্তা নিয়ে নিচে আলোচনা করছি। আসা করি কাজে লাগবে।

  • অনলাইনে কাজ করে – আপনি চাইলে আপনার শিক্ষা স্কিল দিয়ে অনলাইন বিভিন্ন মার্কেটপ্লেস থেকে ইনকাম করতে পারবেন। যেমন – Fiverr, Upwork, Freelancer.Com, গুরু ইত্যাদি।একটা কথা এখনই বলে রাখি, সময় দিতে হবে। সময় না দিলে কিন্তু হবে না।
  • অফ লাইনে কাজ করে – আপনি অনলাইন এর পাশাপাশি যদি চান অফলাইনে ও কাজ পাবেন। আমার এখন অনলাইন এর থেকে অফলাইনে ক্লায়েন্ট বেশি। এই জন্য আপনি স্কিলটা শিক্ষার পর একটা ভালো সিভি বানিয়ে বিভিন্ন কোম্পানিতে এপ্লাই করতে পারেন।
  • প্রজেক্টে কাজ করে – বিদেশে আপনি বিভিন্ন রকম প্রজেক্ট বেস কাজ পাবেন। যদি আপনার নেটওয়ার্ক ভালো হয় তাহলে আপনি খুব সহজে ওই সকল প্রজেক্ট এ কাজ করার সুযোগ পাবেন।

আসা করি আপনারা যারা বিদেশ আসতে চাচ্ছেন বা আসছেন কিন্তু কোনো জব পাইতেছেন না তারা আমার আজকের এই লিখা পরে অনেক কিছু জানতে পারবেন। আপনি যদি দেশ থেকেই ঠিক মতো শিখে আসতে পারেন তাহলে আমি ১০০% কন্ফার্ম যে বিদেশ এসে চাকুরী এর জন্য চিন্তা করতে হবে না।

Categorized in:

Study Abroad, Tips & Tricks,

Last Update: August 15, 2024