Humayan Rashid

WordPress কি, কেন ব্যবহার করবো

কি অবস্থা সবার? আসা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকের ব্লগে আপনাকে স্বাগতম। আপনারা যারা WordPress শিখতে চাচ্ছেন বা WordPress সম্পর্কে জানতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ব্লগ। আসা করি এই লিখাটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়লে WordPress সম্পর্কে পুরো বিষয় গুলো ক্লিয়ার হয়ে যাবে। মূলত আজকের ব্লগে আমরা জানবো WordPress কি এবং আমরা কেন WordPress ব্যবহার করবো একটা ওয়েবসাইট তৈরী করার জন্য। তাহলে চলুন শুরু করা যাক।

WordPress কি?
WordPress হলো জনপ্রিয় একটা CMS। এখন আবার আপনাদের বুঝাই এই CMS জিনিসটা কি? CMS এর পূর্ণ রূপ হলো Content Management System. সোজা বাংলা ভাষায় যাকে বলে একটা সফটওয়্যার। এই সফটওয়্যার ব্যবহার করে আমরা খুব সহজে যে কোনো ধরণের ওয়েবসাইট তৈরী করতে পারি। কে তৈরী করেছে কবে তৈরী হয়েছে এই জিনিস গুলো জেনে মনে হয়না বেশি লাভ হবে। যদি জানতে হয় তাহলে Google করেন।

WordPress কেন ব্যবহার করবো?
WordPress আমরা ব্যবহার করবো। অন্য অনেক তো ওয়েবসাইট তৈরী করার টেকনোলজি আছে, কিন্তু এই WordPress এ কি এমন আছে যে আমরা ওয়েবসাইট তৈরী করার জন্য WordPress ই ব্যবহার করবো। অনেক প্রশ্ন মনের ভিতর। চলুন আমরা WordPress কেন ব্যবহার করবো সেগুলো জেনে নেই।

User ফ্রেন্ডলি – WordPress খুবই User Friendly একটা CMS. আপনি খুব কম সময়ে এটি শিখতে পারবেন। আপনি চাইলে এটি আপনার মতো করে কাস্টোমাইজড করতে পারবেন। এক কথাই এর পুরো কন্ট্রোল আপনার হাতে থাকবে। যখন যা মনে চাইবে তাই করতে পারবেন।

SEO ফ্রেন্ডলি – একটা ওয়েবসাইট SEO ফ্রেন্ডলি হওয়াটা অনেক জরুরী। কারণ আপনার ওয়েবসাইট এর SEO ঠিক থাকলে আপনি সার্চ ইঞ্জিন থেকে ভিসিটর পাবেন। আর WordPress হলো একটা SEO ফ্রেন্ডলি CMS. সোজা কথাই আপনি WordPress দিয়ে যে সাইট গুলো তৈরী করবেন সেই গুলো SEO ফ্রেন্ডলি হবে।

সব ওয়েবসাইট তৈরী করা যায় – সত্যি বলতে আপনি যদি WordPress শিখেন তাহলে আপনি এটি ব্যবহার করে যে কোনো ধরণের ওয়েবসাইট বানাতে পারবেন। যেমন – ব্লগ ওয়েবসাইট, পোর্টফোলিও ওয়েবসাইট, ইকমার্স ওয়েবসাইট, বিসনেস ওয়েবসাইট ইত্যাদি।শুধু মাত্র আপনাকে ওয়েবসাইট আর সিস্টেম আগে থেকে মাথাই রাখতে হবে।

Theme & Plugins – আপনি WordPress এ পাবেন Theme এবং Plugin এর ভান্ডার। আপনি আপনার মনের মতো Theme ব্যবহার করতে পারবেন। সাথে আপনার ওয়েবসাইট এর বিভিন্ন Function অ্যাড করার জন্য Plugins তো আছেই। যারা Theme Plugin বুঝেন নাই তারা আমার চ্যানেলে গিয়ে দেখে আইসেন। ভিডিও দেখতে ক্লিক করুন

সাপোর্ট বা হেল্প – দেখেন আপনি লাইফে কখনোই কোনো বিষয়ে পন্ডিত হতে পারবেন না। কোনো না কোনো জায়গাই আপনার একটু জানার ঘাড়তি থাকবেই। ঠিক তেমনই WordPress নিয়ে কাজ করতে গেলে আপনি অনেক সময় সমস্যা এর মুখে পড়তেই পারেন। আপনি যখন ই সমস্যাই পড়বেন, তখনি আপনি যদি YouTube, Google এ একটু সার্চ করেন তাহলেই আপনি সেইটার পুরা তথ্য পেয়ে যাবেন। এক কথাই WordPress এর এর কমিউনিটি অনেক বড়। আপনি যখনি সমস্যাই পড়বেন তখনি সমাধান পেয়ে যাবেন।

এ ছাড়াও আরো অনেক কারণ আছে যার জন্য আপনি আপনার ওয়েবসাইট তৈরী এর জন্য WordPress ব্যবহার করবেন।

Related Post

Humyan Rashid

Digital Content Creator & Independent Freelancer

best web hosting for your website