বর্তমানে ডিজিটাল দুনিয়ায় গ্রাফিক ডিজাইনের চাহিদা দ্রুতগতিতে বাড়ছে। যারা গ্রাফিক ডিজাইনার নন কিন্তু ডিজাইন শিখতে চান, তাদের জন্য Canva একটি অসাধারণ প্ল্যাটফর্ম। Canva একটি সহজ ও ইউজার-ফ্রেন্ডলি টুল, যার মাধ্যমে আপনি খুব সহজেই প্রফেশনাল মানের ডিজাইন তৈরি করতে পারবেন – আপনার কোনো প্রফেশনাল এক্সপেরিয়েন্স ছাড়াই। কিন্তু একটা জিনিস লাগবে সেইটা হলো চিন্তা করার মানিসিকতা। মানে আপনার মনের অজান্তে একটা ডিজাইন চিন্তা করার সক্ষমতা থাকতে হবে।
আজকের ব্লগে আমরা জানবো আপনি যদি Canva-তে দক্ষ হন, তাহলে কীভাবে ঘরে বসে বিভিন্নভাবে আয় করতে পারেন।
আয় ইনকাম তো করবেন, কিন্তু তার আগে জেনে নেওয়া উচিত আপনি Canva কেন শিখবেন। অনেক তো টুলস অনলাইন এ আছে। কিন্তু সেই গুলোর মধ্যে Canva কেন শিখবেন।
কেন Canva শিখবেন?
- কোনো জটিল সফটওয়্যার শেখার দরকার নেই
- মোবাইল ও ল্যাপটপে সহজেই ব্যবহারযোগ্য
- অসংখ্য ফ্রি টেমপ্লেট, ফন্ট, আইকন ও ছবি
- সোশ্যাল মিডিয়া থেকে প্রিন্ট মিডিয়া – সবকিছুর ডিজাইন করা যায়
Canva দিয়ে আয় করার ৭টি উপায়:
ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কাজ করা
আপনি যদি Canva ঠিক মতো আয়ত্ত করতে পারেন তাহলে আমি বিস্বাস করি যে কোনো ধরণের ডিসাইন আপনি করতে পারবেন। Canva ব্যবহার করে আপনি logo design, social media post, business card, flyer, resume design ইত্যাদি খুব সহজেই তৈরী করতে পারবেন।
যে কোনো ফ্রীল্যান্সি মার্কেট প্লেস যেমন : Upwork, Fiverr এ যদি আপনি একটু রিসার্চ করেন তাহলে দেখতে পাবেন প্রচুর পরিমান এর কাজ আছে এই সকল টপিক এর উপর। আপনি খুব সহজেই সে কাজ গুলো করে টাকা ইনকাম করতে পারবেন।
Social Media Content Creator হিসেবে কাজ করা
অনেক ছোট ব্যবসা বা উদ্যোক্তা তাদের ফেসবুক/ইনস্টাগ্রাম পোস্ট ডিজাইন করে দিতে লোক খোঁজে। Canva দিয়ে আপনি তাদের জন্য Engaging Post, Story, Banner ডিজাইন করে দিতে পারেন। এবং এই ধরণের কাজের জন্য তারা আপনাকে মাসিক বা প্রজেক্ট ভিত্তির পেমেন্ট করবে যেইগুলো মূলত ৫০০০ টাকা থেকে ২০০০০ টাকা বা তার বেশিও হয়। এই ধরণের কাজ আপনি মূলত পেতে পারেন সোশ্যাল মিডিয়া তে বা linkedin এর মাধ্যমে। এই সকল প্লাটফর্ম এ যাদের কাজ লাগবে তারা জব পোস্ট করে থাকে।একটা কথা মাথায় রাখবেন, এই ধরণের কাজের জন্য আপনার একটা সুন্দর সিভি সব সময় রেডি রাখবেন এবং মজার বিষয় হলো আপনি Canva দিয়ে সুন্দর সিভি তৈরী করতে পারবেন।
ডিজিটাল প্রোডাক্ট বানিয়ে বিক্রি করা (Etsy / Gumroad / Own Website)
Canva ব্যবহার করে আপনি ডিজিটাল প্রোডাক্ট যেমনঃ ক্যালেন্ডার, প্রিন্টেবল প্ল্যানার, ইনভিটেশন কার্ড, রিজিউমে টেমপ্লেট, ওয়েডিং কার্ড ইত্যাদি ডিজাইন করে Etsy বা Gumroad-এ বিক্রি করতে পারেন। একবার তৈরি করে দিলে এটি প্যাসিভ ইনকাম এর উৎস হতে পারে।
YouTube Thumbnail ও Channel Art ডিজাইন
অনেক ইউটিউবার তাদের ভিডিও থাম্বনেইল ও চ্যানেল আর্ট ডিজাইন করে দিতে ডিজাইনার খোঁজে। Canva দিয়ে খুব সহজে আকর্ষণীয় থাম্বনেইল তৈরি করা যায়। আপনি যদি সুন্দর করে Eye-catching ইউটিউব থাম্বনাইল তৈরী করতে পারেন তাহলেই আপনি এই ছোট কাজ করেও ইনকাম করতে পারবেন। আর একটা বিষয় এইখানে প্রশ্ন আসতে পারে আপনি ক্লায়েন্ট কোথায় পাবেন। আপনি এইধরণের কাজের জন্য ফেসবুকে বিভিন্ন গ্রুপ, ফ্রিলাঞ্চসিং মার্কেটপ্লেস এবং ইউটিউবারদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে কাজ নিতে পারবেন। আর একটা বিষয় তাদেরকে অবশ্যই আপনার পূর্বের ডিজাইন করা অনেক স্যাম্পল দেখানো লাগতে পারে। এইজন্য আগে থেকে ঐগুলো রেডি করে রাখবেন।
অনলাইন কোর্স তৈরি ও শেখানো
যদি আপনি Canva-তে ভালো দক্ষ হন, তাহলে আপনি নিজেই একটি কোর্স বানিয়ে ইউডেমি, স্কিলশেয়ার বা ইউটিউবে ফ্রি বা পেইড কোর্স দিতে পারেন। আপনার কোর্স বিক্রি হলে আপনি নিয়মিত আয় করতে পারবেন।
Virtual Assistant হিসেবে কাজ করা
অনেক কোম্পানি বা উদ্যোক্তা Canva-তে কাজ করানোর জন্য ভি.এ (Virtual Assistant) হায়ার করে। আপনি তাদের সোশ্যাল মিডিয়া ডিজাইন, প্রেজেন্টেশন স্লাইড, রিপোর্ট টেমপ্লেট ইত্যাদি তৈরি করে দিতে পারেন।
ব্লগ বা ওয়েবসাইটের জন্য ভিজ্যুয়াল কনটেন্ট তৈরি
Canva দিয়ে আপনি নিজের বা অন্যের ব্লগের জন্য ইনফোগ্রাফিক, ব্লগ ব্যানার, কোট পোস্টার ইত্যাদি তৈরি করতে পারেন। এই কাজগুলো কন্টেন্ট মার্কেটিং এ খুব গুরুত্বপূর্ণ।
Canva শুধু একটি ডিজাইন টুল না – এটি হতে পারে আপনার অনলাইন ইনকামের একটি বড় মাধ্যম। আপনি যদি নিয়মিত প্র্যাকটিস করেন এবং স্কিল ডেভেলপ করেন, তাহলে ঘরে বসেই ভালো আয় করা সম্ভব। সময়ের চাহিদা বুঝে ডিজিটাল স্কিল শেখা এখন অত্যন্ত জরুরি, আর Canva সেই পথের একটি সহজ ও কার্যকর মাধ্যম।