কি অবস্থা সবার।আশা করি সবাই ভালো আছেন? আমিও ভালো আছি। আসলে বিদেশে পড়াশুনা সবাই করতে চায়।কিন্তু একটা জায়গাতে সবাই একটু আটকিয়ে যায়। সেটি হল IELTS.

জি হ্যা। ঠিকই শুনেছেন বা জানেন। আপনি নিজেও যখন বিদেশে পড়াশুনা করার কথা চিন্তা করবেন তখন স্বাভাবিক ভাবেই আপনার মনেও একটা ভয় সৃষ্টি করবে এটি। এটি স্বাভাবিক। কিন্তু সত্য কথা হল আপনি যদি ঠিক মত বুঝে শুনে প্রস্তুতি নেন তাহলে অনায়াসে খুব ভালো একটা স্কোর সিয়ে আসতে পারবেন। আমরা আজকের ব্লগে কোনো কিছু শিখবো না।আমরা IELTS এর কমন কিছুন প্রশ্ন যেগুলো যখন আপনি প্রস্তুতি নিবেন তখন আপনার মনে আসবে, সেগুলো সম্পর্কে জানবো। আমি চেষ্টা করেছি সব গুলো প্রশ্ন এক জায়গাতে করে একটা পরিপূর্ণ লিখা উপহার দিবার।কিন্তু তারপরও যদি কিছু ছাড়া পড়ে তাহলে অবশ্যই আমি এর দ্বিতীয় পার্ট নিয়ে আসবো। তাহলে দেরী না করে আসল কাজ শুরু করা যাক।

১। IELTS আসলে পরীক্ষা নাকি টেস্ট?

উত্তর – IELTS হল একটি টেস্ট। এটি কোনো পরীক্ষা না। আপনারা যদি IELTS এর পূর্ণরূপ পড়েন তাহলেই বুঝতে পারবেন। IELTS এর পূর্ণরূপ হল International English Language Testing System. মানে আমরা একটু লক্ষ করলেই বুঝতে পারবো যে এখানে বলা হয়েছে এটি ইংরেজি ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম।মানে আপনি ইংরেজি ল্যাঙ্গুয়েজ এর উপর কেমন দক্ষ সেটি টেস্ট করা হয়। মানে আমরা সহজেই বুঝতে পারি এটি একটি টেস্ট।পরীক্ষ না।

২। IELTS টেস্ট এর জন্য কত দিনের প্রস্তুতি নিতে হবে বা কত দিন লাগবে?

উত্তর – আসলে এটি পুরোটাই নির্ভর করবে আপনার উপর। এটি একটি টেস্ট। আর এর মাধ্যেমে আপনার ইংরেজির উপর দক্ষতা টেস্ট করা হয়।আপনি যত তাড়াতাড়ি আপনার দক্ষতা বাড়াতে পারবেন তত তাড়াতাড়ি এই টেস্ট এ ভাবে ফলাফল নিয়ে আসতে পারবেন।

৩। IELTS টেস্ট কোথায় দিতে হয়?

উত্তর – IELTS টেস্ট আপনাকে একটি টেস্ট সেন্টারে দিতে হয়। British Council এবং IDP নামে দুইটি প্রতিষ্ঠান আছে যারা IELTS এর টেস্ট নিয়ে থাকে।আর তাদের আবার সিলেক্টেড কিছু পার্টনার প্রতিষ্ঠান আছে।যেখানে তারা সেন্টার বানিয়ে টেস্ট নেয়।আসলে IELTS টেস্ট মূলত নেয় Cambridge University.

৪। কোথায় টেস্ট দিলে ভালো হবে বা ভালো স্কোর আসবে?

উত্তর – দেখেন অনেকে আপনাকে অনেক কথা বলতে পারে।কিন্তু কোথায় টেস্ট দিবেন না দিবেন না, এটা পুরোটাই নির্ভর করবে আপনার উপর।হোক British Council বা IDP. যে সেন্টারে যেতে আপনার কম সময় লাগবে সেখানেই দিন।

৫। IELTS টেস্ট এ কোনো সহযোগিতা নেওয়া যায় কিনা?

উত্তর – মোটেও না। আপনি যদি কোথাও থেকে শুনে থাকেন যে সহযোগিতা পাওয়া যায়।তাহলে সেটি ভুয়া। এখানে দুই নম্বারি করার কোনো অবকাশ নেই।

৬। IELTS টেস্ট এর জন্য কিভাবে প্রস্তুতি নিবো?

উত্তর – প্রশ্নটি যতটা ছোট, উত্তর তার থেকেও বিশাল। আসলে প্রস্ততি কিভাবে নিবেন সেটি নির্ভর করবে আপনার উপর।আপনার আগে উচিত হবে IELTS সম্পর্কে বিস্তারিত জানা। তারপর IELTS টেস্ট কোন কোন মডিউলে হয় সেগুলো সম্পর্কে জানা। তারপর প্রত্যেক মডিউল এর প্রশ্নের ধরণ সম্পর্কে জানা। তারপর সেগুলো সমাধান করার নিয়ম গুলো আসত্ত করা।

৭। IELTS এর জন্য অফলাইন কোচিং ভালো নাকি অনলাইন কোচিং ভালো?

উত্তর – এটি পুরোটাই নির্ভর করবে আপনার উপর। কিন্তু আমার কাছে মনে হয় অনলাইনই বেস্ট। কারণ আপনি যে লোকেশন এই থাকেন না কেন? আপনি খুব সহজেই কোনো এক ট্রেইনার এর অনলাই ব্যাচে ভর্তি হয়ে প্রস্তুতি শুরু করে দিতে পারেন। কিন্তু আপনি যদি অনেক অলস প্রকৃতির হন তাহলে অফলাইনই বেস্ট।

৮। IELTS টেস্ট এর জন্য রেজিস্ট্রেশন করবো কোথায় থেকে

উত্তর – আপনি চাইলে নিজেই ইউটিউব দেখে করতে পারেন। অথবা যেকোনো IELTS Test Center এ গেলেই তারা আপনাকে সহযোগিতা করবে।

আপাদত এতটুকুই। আমার কাছে মনে হয়েছে এগুলো প্রশ্ন সবার মনে একবার হলেও আসে।তারপরও আপনার যদি কোনো নিদিষ্ট প্রশ্ন থাকে তাহল কমেন্ট এ কমেন্ট করবেন।উত্তর দেওয়া হবে।

Categorized in:

IELTS,

Last Update: August 15, 2024