কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমি হুমায়ন রশিদ। আমর হুমায়ন রশিদ ব্লগে আপনাকে স্বাগতম। আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো। সেটি হল ওয়েবসাইট। ওয়েবসাইট কি এবং কেন দরকার এই বিষয়টা আমি আজকের ব্লগে তুলে ধরার চেষ্টা করবো। যদিও বা আপনি যদি ইউটিউবে সার্চ করেন তাহলে অনেক ভিডিও পাবেন। যেগুলো থেকে সহজেই বিষয় গুলো সম্পর্কে জানতে পারবেন, কিন্তু আমার মনে হয় আমরা সবাই এত ভিডিও কেন্দ্রিক না হয়ে একটা পড়ে বিষয়গুলো জানা খুব উপকারী। এজন্য আমি আজকের লিখায় ওয়েবসাইট কি এবং ওয়েব সাইট কেন গুরুত্বপূর্ণ এই বিষয়টি নিয়ে ক্লিয়ার একটা ধারণা দিবার চেষ্টা করবো। এছাড়াও তো ভিডিও থাকছেই চ্যানেলে। তাহলে চলুন শুরু করা যাক।
ওয়েবসাইট কি? ওয়েবসাইট, এই শব্দটার সাথে আমরা সবাই কম বেশি পরিচিত। অনেকে অবশ্য বিষয়টা সম্পর্কে জানি। কিন্তু তারপরও বিষয়টা আমি আমার ভাষায় আপনাদের সাথে সেয়ার করি। দেখেন একটা উদাহরণ দেই প্রথমে। ধরুন আপনার একটি দোকান আছে। সেটা রাজশাহী শহরের মোন্নাফের মোড়ে অবস্থিত। এখন যদি কেউ আপনার দোকান থেকে কোনো কিছু কিনতে চায় তাহলে অবশ্যই মোন্নাফের মোড়ে এসে কিনতে হবে। বা কোনো কিছু দেখতে চায় তাহলেও মোন্নাফের মোড়ে আসতে হবে।
কিন্তু ওয়েবসাইট হল এমন একটা জিনিস সেটা দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে শুধু ইন্টারনেট কানেক্ট করেই দেখা সম্ভব।যেমন আমাদের এই হুমায়ন রশিদ ওয়েবসাইটটা আপনি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে কিন্তু দেখতে পারবেন। তাহলে আমরা ওয়েবসাইট বলতে কি বুঝলাম? ওয়েবসাইট বলতে আমরা কোনো কিছুর ডিজিটাল অবস্থা বুঝি। ডিজিটাল কেন বলছি তার কারণ হল আমরা শুধু মাএ ইন্টারনেট ব্যবহার করেই সেটি দেখতে পাই বা ব্যবহার করতে পারি। উদাহরণ স্বরূপ আমরা বলতে পারি, ফেসবুক একটি ওয়েবসাইট, গুগল একটি ওয়েবসাইট, দারাজ একটি ওয়েবসাইট আরো অনেক কিছু। আশা করি বুঝতে পেরেছেন।
ওয়েবসাইট কেন দরকার?
একটি ওয়েবসাইট মানে একটা ডিজিটাল পরিচিতি। দেখেন একটা প্রাকটিক্যাল উদাহরণ দেই, ধরুন আপনি একটা দোকান করবেন আপনার বাজারে। তাহলে আপনাকে কি করতে হবে। আপনাকে ওই বাজারে একটা দোকান ঘর আগে ভাড়া নিতে হবে বা তৈরী করতে হবে। তারপর আপনি ওই ঘরে একটা দোকান দিবেন। ঠিক একই বিষয় ওয়েবসাইট এর বেলায়, আপনি আপনার সার্ভিস টা যখন ইন্টারনেট ব্যবহার করে দিতে চাইবেন তখন আপনার একটা ওয়েবসাইট লাগবে। এইটা ছাড়া ও আরো অনেক কারণ আছে যে গুলা আমি নিচে পয়েন্ট আকারে আলোচনা করছি। আশা করি শেষ পর্যন্ত পড়লে সব বিষয় ক্লিয়ার হয়ে যাবে।
ফ্রিল্যান্সিং করতে ওয়েবসাইট
আপনি যদি একজন ফ্রীল্যান্সার হন তাহলে আপনার একটা ওয়েবসাইট থাকা দরকার।কেন বলছি, ধরেন Humayan Rashid এই ওয়েবসাইট টায় আমি কি করি, নিজে যে গুলো কাজ পারি সব গুলা কিন্তু দিয়ে রাখছি। তারপর নিজের সম্পর্কে অনেক বিস্তারিত ভাবে অনেক তথ্য দিয়ে রাখছি। এখন ধরেন আমার কোনো ক্লায়েন্ট আমার সম্পর্কে জানতে চাইলো। আমি তখন কি করবো। অবশ্যই আমার এই ওয়েবসাইট এর লিংক তাকে দিয়ে দিবো। সে ওয়েবসাইট ভিসিট করবে এবং আমার সম্পর্কে অনেক ভালো একটা ধারণা পেয়ে যাবে। তাই নয় কি? জি ঠিক তাই।
তেমনি আপনি যদি একটু রিসার্চ করেন তাহলে দেখতে পাবেন অনেক বড় বড় ফ্রীল্যান্সারদের ব্যাক্তিগত ওয়েবসাইট আছে। এক কথাই মার্কেটপ্লেস এর পাশাপাশি আপনি যদি একটি ওয়েবসাইট রাখেন তাহলে মানুষ এর মানে আপনার ক্লায়েন্ট এর ট্রাস্ট অনেক বাড়বে। আশা করি বুজতে পারছেন, একজন ফ্রীল্যান্সার এর জন্য একটি ওয়েবসাইট কতটা গুরুত্বপূর্ণ।
ব্লগার / লেখকদের জন্য ওয়েবসাইট
আসলে এই সম্পর্কে তো বলার কিছু নাই। কারণ যারা ব্লগার তাঁদের তো একটা ব্লগ বা ওয়েবসাইট থাকা ফরজ। কারণ তাদের লিখা ডিজিটাল ভাবে যদি সবার সামনে দেখাতে চায় তাহলে তাঁদের ১০০% একটা ব্লগ বা ওয়েবসাইট থাকা জরুরী। কেন থাকা জরুরী এখন সেইটা প্রাকটিক্যাল ভাবে বলি। এই যেমন ধরেন আপনি যে লিখাটা পড়ছেন, এইটা কোথায় থেকে পড়ছেন? আমার Humayan Rashid Blog থেকে। তাই নয় কি। আমি ধরেন আমার জানা বিষয় গুলা আপনাদের সাথে শেয়ার করি এই ওয়েবসাইট বা ব্লগ এর মাধ্যমে। এতে করে কি হয়। আপনি আমার সম্পর্কে জানতে পারেন। আমি কি কি জানি, কি করি, আমার সকল কিছু এই ব্লগ বা ওয়েবসাইট এর মাধ্যমে শেয়ার করি আপনাদের সাথে। ঠিক এমন করেই একজন ব্লগার বা লেখক তাঁদের ব্লগ বা ওয়েবসাইট এর মাধ্যমে তাঁদের লিখে কনটেন্ট গুলো আমাদের সাথে শেয়ার করে।
চাকরীর জন্য ওয়েবসাইট
এইটা অবশ্য না বললে ও হতো। কিন্তু আমি চিন্তা করলাম অ্যাড করা উচিত। দেখেন এখন কার সময়ে সিভি এর তেমন চলেনা। হ্যা একটা সিভি চাকুরী এর জন্য জমা দিতে হয়। কিন্তু আপনার যদি একটা পোর্টফোলিও ওয়েবসাইট থাকে তাহলে আপনার চাকুরী পাবার সম্ভাবনা অনেক গুনে বেড়ে যায়। কি ভাবে একটু বুঝাই বলি। ধরেন আপনি একটা পোর্টফোলিও ওয়েবসাইট তৈরী করলেন। যেমন টা আমার About Page এ যদি যান তাহলে বুঝতে পারবেন। সেই খানে আমি আমার সম্পর্কে সব কিছু অ্যাড করে রাখছি। এখন ধরেন আমি থাকি দুবাই। আমি একটা কোম্পানি তে চাকুরী এর জন্য এপ্লাই করবো। তাহলে আমি করবো কি?
আমি আমার সিভিতে মানে যে হার্ড কপি থাকবে সেখানে অবশ্যই আমার ওয়েবসাইট এর লিংক দিবো। যখন আমার HR আমার সিভি টা দেখবে। তখন অবশ্যই তার চোখে আমার ওয়েবসাইট এর লিংকটা পড়বে। এর যখনি পড়বে তখন যে ওয়েবসাইট টা ভিসিট করবে। আমার ওয়েবসাইট টায় যদি আমি সব কিছু সুন্দর করে দিয়ে রাখি তাহলে অবশ্যই তার নজরে একটা ভালো ইমপ্যাক্ট পড়বে। আর HR এর চোখে ভালো ইমপ্যাক্ট মানে চাকুরী কনফার্ম। আশা করি বুজতে পেরেছেন।
ব্যাবসার জন্য ওয়েবসাইট
এতক্ষন যা যা বললাম সব গুলা তো ছিল ব্যাক্তিগত কাজে। এখন বলবো আপনি যদি একটা ব্যাবসা করতে চান সেই জন্য একটা ওয়েবসাইট কতটা গুরুত্বপূর্ণ। ধরেন আপনার একটা দোকান আছে। ওই দোকানের কাস্টমার কারা। আপনার এলাকার আশেপাশের লোকজন। এখন আপনি চাইতেছেন আপনার দোকান এর সেল বাড়াতে। তাহলে আপনি কি করবেন। আপনার অবশ্যই একটা ecommerce ওয়েবসাইট তৈরী করতে হবে। যেই খানে আপনি আপনার দোকান এর সকল প্রোডাক্ট সাজিয়ে রাখবেন এবং দেশ এর যে কোনো প্রান্ত থেকে যে কেউ সেই পণ্য অনলাইন এর মাধ্যমে অর্ডার করতে পারবে। যেমন – Daraz, Evaly, RoadPark ইত্যাদি।
আশা করি বুজতে পেরেছেন। এই জন্য আপনিও সময় থাকতে এখনই একটা ওয়েবসাইট তৈরী করে রাখেন। আমার Humayan Rashid ইউটিউব চ্যানেলে এই নিয়ে অনেক ভিডিও আছে। আপনি চাইলে দেখে দেখে নিজের মতো করে একটা ওয়েবসাইট বানাতে পারবেন। যদি তার পরেও কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে জানান। আমার NatsTech আইটি টিমের লোকজন অনেক ভালো, আপনাকে ফ্রিতে ওয়েবসাইট তৈরী করে দিবে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।