দুবাইতে যারা স্টুডেন্ট ভিসা নিয়ে স্কলারশিপ এ পড়তে যেতে চাচ্ছেন তাদের জন্য UAEU হতে পারে পারফেক্ট একটা প্লেস। United Arab Emirates University দিচ্ছে Bachalor, Masters, PHD তে স্কলারশিপ এ পড়াশোনা করার সুবর্ণ সুযোগ। আপনি চাইলেই এই সুযোগটি কাজে লাগাতে পারেন। যদিও বা অনেক বিষয় আছে যে গুলা সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করবো। তাহলে চলুন শুরু করা যাক।

United Arab Emirates University Scholarships বিশ্বের সকল স্টুডেন্ট এর জন্য উন্মুক্ত। তাই বলে এমন না যে, যেই এপ্লাই করবে সেই পাবে। স্কলারশিপ পেতে হলে অবশ্যই আপনার একাডেমীক স্কোর ভালো হতে হবে, IELTS থাকতে হবে। আর আপনি যদি এই স্কলারশিপ পান তাহলে আপনি অনেক সুযোগ পাবেন। একজন বাংলাদেশী হিসাবে আপনিও এপ্লাই করতে পারবেন। আমরা স্কলারশিপ সম্পর্কে এবং এপ্লাই করার পুরো প্রসেস সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো।

United Arab Emirates University Scholarships 2024-2025 Details:

Host Country: UAE

Host University: United Arab Emirates University

Study Level: Bachelors, Masters, PhD

Eligibility: International Students

List of United Arab Emirates University Scholarships:

  1. Graduate Research Assistantship (All nationalities)
  2. Graduate Teaching Assistantship (All nationalities)
  3. Graduate Administrative Assistantship (All nationalities)
  4. Full Ride Scholarship from Master to PhD for UAE nationals (UAEU Alumni only)
  5. Chancellor’s Fellowship for Graduate Students at UAEU
  6. PhD Scholarship (All Nationalities)
  7. PhD Fellowship (All Nationalities)
  8. TDRA – ICT Fund Scholarship Program
  9. The Hamdan bin Rashid Scholarship Program at UAEU (Master of Educational Innovation)
  10. Scholarship for MSc Space Science under the Arab Space Pioneers Program
  11. Ph.D. Studentship at the Department of Chemical & Petroleum Engineering
  12. Ph.D. Studentship at the Department of Biology
  13. Ph.D Positions in Genetics and Genomics (UAEU Genomics laboratory)
  14. PhD studentships in the Department of Medical Microbiology and Immunology (CMHS)
  15. Ph.D. Studentship at the Department of Architectural Engineering
  16. Ph.D. Studentship at the Department of Civil and Environmental Engineering
  17. Ph.D. Studentship in Structural Earthquake Engineering
  18. Ph.D Positions in Neuroscience at the College of Medicine and Health Sciences

Benefits of the United Arab Emirates University Scholarships 2024-2025:

  1. Full tuition coverage
  2. Accommodation and living expenses
  3. Funding for research activities
  4. Access to extensive academic resources
  5. Global networking opportunities
  6. Career development support
  7. Recognition and prestige
  8. Unique cultural experience in the UAE

Eligibility Criteria for the United Arab Emirates University Scholarships 2024-2025:

  1. All national and international students are eligible to apply.
  2. Applicants must have an excellent academic record with high GPA scores.
  3. Proof of English proficiency is required, typically through standardized tests like IELTS or TOEFL.
  4. Must be enrolled or accepted for enrollment in a degree program at UAEU.
  5. For research scholarships, a detailed research proposal may be required.
  6. Additional criteria may apply depending on the specific scholarship program and academic discipline

Required Documents:C

  1. Completed application form
  2. Copy of passport
  3. Updated CV or resume
  4. Recent passport-sized photograph
  5. Official academic transcripts
  6. Degree certificates
  7. English proficiency test scores (e.g., IELTS, TOEFL)
  8. Two recommendation letters
  9. Personal statement
  10. Research proposal (if applicable)

How to apply for the United Arab Emirates University (UAEU) Scholarships 2024-2025?

Check Eligibility: এপ্লাই করার প্রথমে আপনি আপনার যোগ্যতা চেক করে নিবেন। মানে যে যে বিষয় গুলোর উপর নির্ভর করে স্কলারশিপটা দেয় সেই গুলা খুব ভাল করে চেক করে নিবেন। এই বিষয় গুলা আপনি ওয়েবসাইট থেকেই পাবেন।

Prepare Documents: এর পরের যে ধাপ সেটি হলো আপনার সকল ডকুমেন্টস গুলা ব্যবস্থা করা। যেমন আপনার সকল এডুকেশন ডকুমেন্টস, মার্কশীট, সার্টিফিকেট, English Proficiency Test Certificate, কভার লেটার, পাসপোর্ট কপি, সিভি, পাসপোর্ট সাইজ ছবি ইত্যাদি।

Visit Official Website: প্রথমে UAEU এর অফিসিয়াল ওয়েবসাইট এ যাবেন এবং যাবার পর নেভিগেশন থেকে স্কলারশিপ সেকশন এ যাবেন।

Complete Application Form: স্কলারশিপ সেকশন এ যাবার পর এপ্লিকেশন ফর্ম পাবেন, সেটি খুব সুন্দর করে ফিলআপ করবেন। সম্পর্ণ সঠিক তথ্য দিয়ে ফর্ম ফিলাপ করবেন। কোনো ভুল করা যাবে না।

Upload Documents: যে যে ডকুমেন্টস তারা চাইবে সেই সকল ডকুমেন্টস আপলোড দিবেন। আপলোড দিবার আগে অবশ্যই চেক করে নিবেন। কারণ একবার আপলোড হয়ে গেলে সেটি আবার পরিবর্তন করতে পারবেন না। এইজন্য অবশ্যই খেয়াল রাখবেন।

Submit Application: আপনার সকল ডকুমেন্টস যদি ঠিক থাক থাকে তাহলে আপনি আপনার এপ্লিকেশন সাবমিট করবেন।

Confirmation: সাবমিট করার পর আপনি আপনার ইমেইল এ একটা নোটিফিকেশন পাবেন। মানে কনফার্ম নোটিফিকেশন। অবশ্যই চেক করবেন সেটি।

Follow-up: ফলোআপ জিনিসটা কিন্তু দরকার। কারণ আপনি শুধু এপ্লাই করলেন, কিন্তু সেটির অবস্থা কি ঐটা চেক করলেন না, তাহলে কিন্তু সমস্যা। আপনাকে অবশ্যই মাঝে মাঝে আপনার এপ্লিকেশন এর স্টেটাস চেক করতে হবে। যদিও বা আপনি আপনার ইমেইল নিয়মিত যদি চেক দেন তাহলেই সকল আপডেট পাবেন।

Deadline:

এপ্লিকেশন এর ডেডলাইন নিদিষ্ট করে বলা মুশকিল। আপনাকে অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট নিয়মিত ফলো করতে হবে। নিচে চেক করার প্রসেস এবং ওয়েবসাইট লিংক দেওয়া আছে, অবশ্যই যদি আপনার টার্গেট দুবাইতে স্কলারশিপ নিয়ে পড়তে যাওয়া হয়, নিয়মিত নজরে রাখবেন।

Apply Now

Categorized in:

Study Abroad,

Last Update: August 18, 2024